ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা

৫ বছর কারাভোগের পর সদ্য কারামুক্ত বিএনপি কর্মীর মৃত্যু

৫ বছর কারাভোগের পর সদ্য কারামুক্ত বিএনপি কর্মীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার খালাসপ্রাপ্ত ও সদ্য কারামুক্ত যুবদল কর্মী আজাদ হোসেন খোকন (৫২) মারা গেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি।

আজাদ হোসেন খোকন শহরের কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডল এর বড় ছেলে। খোকন ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

পারিবারিক সূত্র জানায়, তিনি ফুসফুসে ইনফেকশনসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর কাচারীপাড়া ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পিয়ারাখালী গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এর আগে ৫ বছর কারাভোগের পর গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এক শোক বার্তায় জানান, আজাদ হোসেন খোকন বিএনপির নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী জংশন স্টেশনে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতাকর্মীকে সাড়ে ৫ বছর কারাবন্দি করে রেখেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এ রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় একটি মানুষও আহত হয়নি। অথচ ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যা এ দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা। তিনি বিনা অপরাধে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেন।

কারামুক্ত,বিএনপি,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত