ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আনসার ভিডিপি'র ক্লাব সংস্কারে উন্মোচিত হতে পারে সম্ভাবনার দ্বার

আনসার ভিডিপি'র ক্লাব সংস্কারে উন্মোচিত হতে পারে সম্ভাবনার দ্বার

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আনসার ভিডিপি ক্লাব। সামাজিক সমস্যা দূরীকরণ, শান্তি-সম্প্রীতি বজায় রাখা, অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি—এসবই ছিল ক্লাবটির মূল লক্ষ্য। একসময় প্রান্তিক মানুষের প্রশিক্ষণ, অনুপ্রেরণা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও, কালের বিবর্তনে ক্লাবগুলো হারিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কার্যক্রম, থমকে গেছে উন্নয়নের গতি।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে ১৯৮৪ সালে স্থাপিত আনসার ভিডিপি ক্লাবটি আজ জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ভবনের বেহাল দশা, অনুপস্থিত কার্যক্রম, এবং দীর্ঘদিনের অবহেলা ক্লাবটির অস্তিত্ব সংকটে ফেলেছে।

আনসার ভিডিপি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কার্যক্রম না থাকায় পাইকুড়ার আধাপাকা ভবনসহ ১০ শতাংশ জমি বেদখল হয়ে যায়। একইভাবে উপজেলার সরিষা ইউনিয়নের আরেকটি আধাপাকা ভবন ও জমিও বেদখল হয়ে গিয়েছিল। পরবর্তীতে উপজেলা আনসার ভিডিপি অফিসার সুশান্ত মোদক উদ্যোগ নিয়ে এসব জমি ও ভবন উদ্ধার করেন। তবে তার বদলির পর পুনরায় ক্লাব কার্যক্রম থমকে যায়।

আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, “বেদখল হওয়া জমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। ক্লাব পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমিতির সদস্যদের ক্লাবের সামনে সবজি চাষের পরামর্শ দেওয়া হয়েছে। ক্লাব পুনর্নির্মাণের জন্য চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত ক্লাবটি সচল করা হবে।”

আনসার ভিডিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত