ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ী গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রূপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

রূপ কুমার চন্দ্র সরদার উপজেলার বিনোদবাড়ী গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

আদালতের পিপি এ্যাড. মাসুদুর রহমান আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৬ সালে রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রূপ কুমার তার শ্বশুরের কাছ থেকে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এ যৌতুকের টাকা দিতে না পারায় তিনি স্ত্রী ববিতাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এরই জের ধরে ২০১৬ সালের ৯ নভেম্বর ববিতাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চাজর্শীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লিখিত রায় ঘোষণা করেন।

শ্বাসরোধে হত্যা,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত