ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

বীরগঞ্জে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি রাকিব হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলী এলাকা থেকে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

রাকিব হোসেন উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর দক্ষিণ রাজবাড়ী গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছর প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ডেকে গোলাপগঞ্জ রোডস্থ এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন প্রেমিক ও তার বন্ধুরা। এ ব্যাপারে ৩ জনকে আসামি করে বীরগঞ্জ থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ০৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বড় বোন।

এ ব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রাকিব হোসেন কে গ্রেফতার করা হয়। এই মামলার পর থেকে আসামিরা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

গণধর্ষণ,আসামি,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত