ময়মনসিংহ জেলা বিএনপি কর্তৃক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটিতে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক, আমিরুল ইসলাম মনিকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও ঈশ্বরগঞ্জ পৌর বিএনপিতে মো. সায়েদুল হককে আহ্বায়ক, মো. নূরে আলম জিকুকে সদস্য সচিব করে ৮৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম জানান, আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করার হয়েছে। ঘোষিত কমিটি তৃণমূল দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হবে। আগামী দুইমাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন করতে হবে।