মাগুরার শ্রীপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী জানান, অভিযান চালিয়ে উপজেলার কচুবাড়িয়া গ্রামের মো. আনিচুর রহমান ওরফে মুরাদ (২২), শাপলগাছা গ্রামের মোছা. আম্বিয়া আক্তার চম্পা, সাবিনগর গ্রামের মো. বিকু বিশ্বাস, বরালিদহ গ্রামের মো. লিটু আনাম-কে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে।
সোমবার তাদের মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।