ঢাকা রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইল সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ ব্যবসায়ীকে জরিমানা

তাড়াইল সদর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকীর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন।

উপজেলা পরিষদের সামনে থেকে পুরাতন ডাক বাংলা রোড পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উচ্ছেদ কাজে একটি ভেকু ব্যবহৃত হয়।

স্থানীয়দের অভিযোগ, তাড়াইল সদর বাজারে অবৈধ স্থাপনার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। এতে পথচারী, রোগী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিকী বলেন, “কিছু অসাধু ব্যক্তি সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে কৃত্রিম যানজট সৃষ্টি করেছে। এক সপ্তাহ আগে মাইকিং করে সতর্ক করা হলেও তারা নির্দেশনা মানেনি। তাই মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উচ্ছেদ,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত