ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

নরসিংদীতে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত কবির হোসেন জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর জনতা ব্যাংক মার্কেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বিষয়টি কবিরের পরিবারকে জানালে স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন।

সারারাত খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে বুধবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসেন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত কবির ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।"

লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত