ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠান

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শেষ হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন এই উৎসব আয়োজন করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদের নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান প্রমুখ।

এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

তারুণ্যের উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত