ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের দক্ষতায় বাঁচল শত শত প্রাণ

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের দক্ষতায় বাঁচল শত শত প্রাণ

নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের চালকের দক্ষতায় প্রাণে বেঁচে গেল শত শত যাত্রী। যান্ত্রিক গোলযোগের কারণে চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে জারিয়া আনসার ক্যাম্প সংলগ্ন এ ঘটনাটি ঘটে।

ট্রেন চালক কৃষ্ণ কুমার রায় ইঞ্জিনে গোলযোগের বিষয়টি অনুমান করে দক্ষতার সঙ্গে ট্রেনটি থামান। ফলে তাড়াহুড়ো করে ট্রেনে থাকা যাত্রীরা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

পরে ট্রেনের চালক, যাত্রী ও স্থানীয় লোকজনের ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ইঞ্জিনের বেশ কিছু অংশ পুড়ে যায়। রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়মনসিংহ-জারিয়া লোকাল ট্রেনের একটি ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনসহ বলাকা কমিউটারের যাত্রীবোঝাই বগিগুলোকে গন্তব্যে নিয়ে যায়।

এই ঘটনায় দুই ঘণ্টা ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চালক কৃষ্ণ কুমার রায়ের দক্ষতার কারণে যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। স্থানীয়রা ও যাত্রীরা তার এই দায়িত্বশীলতার প্রশংসা করেন।

পূর্বধলা স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বুকিং সহকারী আব্দুল মুমেন জানান, বলাকা কমিউটার ট্রেন জারিয়া স্টেশনে যাওয়ার আগেই ইঞ্জিনে আগুন ধরে বিকল হয়ে যায়।

ট্রেন চালক কৃষ্ণ কুমার রায় বলেন, "ট্রেনটি জারিয়া-আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি আন্দাজ করে ট্রেনটি ধীরে ধীরে থামিয়ে দেই। এরপর যাত্রী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।"

ট্রেন,ইঞ্জিন,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত