শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা রফিকুল ইসলাম বাবু (২১) নামে এক যুবককে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে র্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের সদস্যরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১ টা ১৫ মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন রাজনগর সাকিনস্থ টেংরাখালি মোড় সংলগ্ন জনৈক মালেক মিয়ার বন্ধ চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া বাবু উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের জাবেদ আলীর পুত্র। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাবুকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ ঘটনায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।