মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউপির সোনাইকুন্ডী গ্রামের ভেজালের মোড়ে বুধবার বিকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ৭ নং সব্দালপুর ইউপির সোনাইকুন্ডী গ্রামের ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলকে কেন্দ্র করে এ ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মী সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির লোকজন ওয়ার্ড কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে উক্ত ওয়ার্ডের সোনাইকু-ী গ্রামের আফসারের ছেলে বিএনপির নেতা নান্টু (৪০) এবং দূর্গাপুর গ্রামের মৃত আনসার মোল্যার ছেলে বিএনপি নেতা আলাম মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই গ্রুপের অন্তত ৪ জন আহত হয়। আহতদের মধ্যে নান্টু গ্রুপের সোনাইকুন্ডী গ্রামের পূর্বল, লিটন (৩০), মোঃ রহিম শেখ ( ৪০), মোঃ সজল শেখ (২৫) এবং আলাম মোল্লা গ্রুপের দূর্গাপুর গ্রামের সবুর, নান্টুকে (৫০) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি আছে।
উল্লেখ্য যে, আলাম মোল্লা শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্বাসউদ্দীন গ্রুপের লোক এবং নান্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বদরুল আলম হিরোর লোক। উভয় গ্রুপের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে আবারও মারামারিসহ ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হওয়ার সম্ভবনা আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান, এলাকায় বিভিন্ন মাঠের মধ্যে লোকজন জড়ো হয়ে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীও আসছে। যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।