ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আগুনে পুড়ে ৬ গবাদি পশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও সহায়তা

আগুনে পুড়ে ৬ গবাদি পশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও সহায়তা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সেকেন্দারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি গবাদি পশু পুড়ে মারা গেছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করেছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দেন এবং সহায়তা তুলে দেন।

জানা গেছে, সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনারুল ইসলামের গোয়ালঘর পুড়ে যায় এবং ভেতরে থাকা দুইটি গরু, দুইটি ছাগল ও দুইটি ভেড়া দগ্ধ হয়ে মারা যায়।

এ বিষয়ে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যথাসম্ভব সহায়তা দেওয়া হয়েছে।"

ইউএনও,সহায়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত