ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

মানিকগঞ্জে লাইসেন্স ছাড়াই চলছে মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

মানিকগঞ্জে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়াই স্বাস্থ্য সেবা পরিচালনা করছে আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এতে করে রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স গ্রহণ করেনি। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরে আবেদন করেই তারা নিয়মিতভাবে রোগীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট সংলগ্ন আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিসিপশনিস্টে বসে আছে শেফালী ও লাবলু। তারা জানান চলতি মাসের ১০শে ফেব্রুয়ারী থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। শুধু মাত্র সিটিস্ক্যান ছাড়া বাকি সব পরিক্ষাই এখানে করা হয়।

এ বিষয়ে আলফা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু সাঈদ বলেন, আমরা লাইসেন্সের জন্য আবেদন করেছি। যে কোন সময় পেয়ে যাব।

এ ব্যাপারে মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মকছেদুল মোমিন বলেন, লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার কোন সুযোগ নেই। এখনই ব্যবস্থা নিচ্ছি।

লাইসেন্স,ডায়াগনস্টিক সেন্টার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত