জামালপুরের ইসলামপুরে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করা হয়েছে।
ওই ডাকাতের নাম চাঁন মিয়া (৪২)। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর এলাকায় থেকে তাকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। আটক চাঁন মিয়া মুন্নিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
এসময় তাঁর কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'গতকাল মধ্যরাতে ডাকাতি প্রস্তুতিকালে যমুনার দুর্গম মুন্নিয়াচর থেকে চাঁন মিয়া নামে এক ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে চাঁন মিয়াকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।