ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে ৪৪ ক্যান্সার রোগীর মাঝে ২২ লাখ টাকার চেক বিতরণ

বীরগঞ্জে ৪৪ ক্যান্সার রোগীর মাঝে ২২ লাখ টাকার চেক বিতরণ

বীরগঞ্জে ৪৪ জন ক্যান্সার রোগীর মাঝে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪৪ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তার ২২ লাখ টাকার চেক বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপঙ্কর বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন সহ ৪৪ জন উপকারভোগীগণ।

ক্যান্সার,চেক বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত