ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দিনাজপুরে বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, দিনাজপুর পল্লী বিদুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার আফসানা হক, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির মো. আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, ছাত্র নেতা নাহিদ রায়হান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত