ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. জসিম উদ্দিন নামে মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছে।

নিহত জসিম উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা মধ্যপাড়া এলাকার মো.ফিরোজ উদ্দিনের ছেলে।

শুক্রবার দিনগত (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে কয়দিন যাবৎ মোটরসাইকেলের জন্য চাপাচাপি করে আরছিল জসিম। মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করেন। বাবা টাকা না দেওয়ায় শুক্রবার রাত দেড়টার দিকে নিজ ঘরে আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জসিমের স্ত্রী বাবার বাড়িতে থাকে। রাইসা মনি নামে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে তার।

সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত