ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার দুটি উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজিপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩ লাখ ৩৭ হাজার ৪২০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, গাজিপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী মাঠ নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল দক্ষিণ ভাদিয়ালী ও ছবেদার মোড় নামক স্থান হতে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দা নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কুলবাগান নামক স্থান হতে ১২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করেন।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ৫২ হাজার ৩৭০ টাকা। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা,মালামাল,জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত