ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

গোয়ালন্দে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তার মো. আবুল হাসেম সুজন সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৩টায় এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কক্ষ থেকে মো. আবুল হাসেম সুজনকে অস্ত্রসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি জব্দ করে গোয়ালন্দঘাট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) 19A/19(f) ধারায় মামলা রুজু করা হয়েছে।

ওসি আরও জানান, রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিদেশি অস্ত্র,গুলি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত