ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১

সাটুরিয়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ১

মানিকগঞ্জের সাটুরিয়ায় বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার জমজ ভাই জাকির (২৪) আহত হন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তিল্লি বাজারের পাশে পৈত্রিক জমিতে সরিষা তুলতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

নিহত যুবক জাহিদ হোসেন সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি গ্রামের সাহাজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে। আহত জাকির কে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।

তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, জাহিদ ও জাকির জমজ দুই ভাই তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলছিল। শনিবার সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রপাতে জাহিদ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আহত জাকির হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে জাহিদ হাসান তিল্লি বাজারের পুকুরের উত্তর পাশে তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে দাফন করার জন্য পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

বজ্রপাত,নিহত,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত