ফেনীর ছাগলনাইয়া উপজেলার করৈয়া হাইস্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করৈয়া হাইস্কুল এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বাদশা।
এ সময় ছাত্রজীবনের স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফছার সেলিম ও মীর কাশেম খাঁন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, অর্থ সম্পাদক মো. শহীদ উল্ল্যাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল ইসলাম আজমীর, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদক মোর্শেদা আক্তার কলি, কার্যকরী সদস্য ওয়াহিদুন নবী ভূঁইয়া, এবিএম ওয়াজি উল্লাহ বশর, নারায়ন চন্দ্র শর্মা, শওকত ওসমান ভূঁইয়া সুজন, মো. শরিফুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সকল সদস্য, স্কুলের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক আলহাজ্ব ওয়াহিদুন নবী ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর বদরুদ্দৌজা, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, আবদুর রহিম পাটোয়ারী প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতি চারণ মূলক বক্তব্য, সাময়িকীর মোড়ক উন্মোচন, মেজবান, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি প্রদান, সম্মাননা স্মারক প্রদান, লাকি কুপন ড্র ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। "আমাদের স্কুলের আমরাই ধারক, আমাদের সমাজের আমরাই বাহক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘দীপ্ত শিখা - ২’ নামের একটি সাময়িকী প্রকাশ করা হয়।
সাময়িকীতে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম কিবরিয়া, করৈয়া হাইস্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলাউদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বাদশা, সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফুদ্দিন সহ বহু গুণীজন বানী ও লেখা দিয়েছেন।