ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেহেরপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আতিয়ার রহমান করমদি মাঠপাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে।

নিহত আতিয়ার রহমানের বড় ভাই মশিউর রহমান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আতিয়ার। এরপর রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে পুলিশকে অবগত করা হয়। পরে আজ সকাল ১১টার দিকে কয়েকজন কৃষক ছাতিয়ান গ্রামের মাঠে একটি কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, ভ্যান ছিনতাইকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

কুপিয়ে হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত