ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

লালমোহনে বা‌স চাপায় শিশুর মৃত্যু

লালমোহনে বা‌স চাপায় শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বা‌স চাপায় জান্নাত বেগম (৭) না‌মের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দি‌কে উপ‌জেলার ভোলা-চরফ্যাশন আঞ্চ‌লিক সড়‌কের গজা‌রিয়া বাজার এলাকার এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত জান্নাত বেগম একই উপ‌জেলার প‌শ্চিম চর উমেদ ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের কচুয়াখালী গ্রা‌মের আকবর হো‌সে‌নের মে‌য়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহ‌তের প‌রিবার জানায়, শিশু জান্নাত বেগম তার মা‌য়ের সঙ্গে গজা‌রিয়া বাজা‌রে আসে। রাস্তা পার হওয়ার সময় চরফ্যাশন থে‌কে ভোলাগামী এক‌টি বা‌সের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শিশু‌টি‌কে মৃত ঘোষণা ক‌রেন।

লাল‌মোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় আনা হয়েছে। বা‌সের চালক ও তার সহকারী পালিয়েছেন।

বা‌স চাপা,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত