ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

এখনও নতুন বই পায়নি পূর্বধলার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা

এখনও নতুন বই পায়নি পূর্বধলার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা

নেত্রকোনার পূর্বধলায় ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও নতুন বই হাতে পায়নি, যা তাদের পড়াশোনায় অনিশ্চয়তা তৈরি করেছে। বছরের শুরুতে ১ জানুয়ারি সারাদেশে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হলেও পূর্বধলার অনেক শিক্ষার্থী সেই আনন্দ থেকে বঞ্চিত। তবে ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত বই পেয়েছে এবং নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলার প্রাথামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৫৪ হাজার ৫০০ সেট বইয়ের চাহিদা রয়েছে। সেই তথ্যানুযায়ী প্রাক-প্রাথমিক শ্রেণিতে ৬ হাজার ৫০০ সেট, ১ম শ্রেণিতে মোট চাহিদা ১০ হাজার ৩০০ সেট, ২য় শ্রেণিতে ১০ হাজার ২০০ সেট, ৩য় শ্রেণিতে ৯ হাজার ৮০০ সেট, ৪র্থ শ্রেণির বইয়ের চাহিদা মোট ৯ হাজার ২০০ সেট ও ৫ম শ্রেণিতে চাহিদা ৮ হাজার ৫০০ সেট বইয়ের চাহিদা রয়েছে।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪র্থ ও ৫ম শ্রেণির বই কবে পাওয়া যাবে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তাই আপাতত পুরনো বই দিয়েই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে।

পূর্বধলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিদুল হক জানান, “এখনও ৪র্থ ও ৫ম শ্রেণির বই এসে পৌঁছায়নি। তবে নতুন বই পেলেই দ্রুত স্ব-স্ব বিদ্যালয়ে পাঠানো হবে।”

নতুন বই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত