ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গান-নৃত্য-নাটকে পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন মেলা উদ্বোধন

গান-নৃত্য-নাটকে পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন মেলা উদ্বোধন

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে তার জন্মভূমি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে।

স্মৃতিচারণে ও দেশজ শিল্প ধারার নৃত্য-বাদ্য-নাটক আর গানের উৎসব আনন্দে এই মেলা ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও আবৃত্তি একাডেমি ফেনীর সভাপতি সৈয়দ আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. এস. এম ফারুক হোসাইন, ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ সহযোগী অধ্যাপক মো. আল জাবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, গোলাম মো. বাতেন, সেলিম আল দীনের ভাগনে রাজিব সারোয়ার, এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মিতা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোরশেদ আলম সেলিম, সিআইপি কিসলু খাঁন, জেলা কালচারাল অফিসার মো. ফয়েজ উল্যাহ, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষক দলের সভাপতি সামছুউদ্দিন খোকন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, কবি ও গবেষক শাবিহ মাহমুদ প্রমুখ।

জল-কাঁদামাখা নাট্যাচার্য সেলিম আল দীনের পুণ্যভূমিতে বসন্তের আগমনি সময়ে আয়োজিত মেলার প্রথম দিনে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সেলিম আল দীন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত