লালমনিরহাটে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্কুলকলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ব্যবসায়ী সামছুল হক-এর সভাপতিত্বে এ মানববন্ধনে এলাকার স্থানীয় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানা গেছে, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তাটির দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা।
এ রাস্তায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করে। বেহাল অবস্থার কারণে মানুষদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
সূত্র জানায়, ২০২১ সালে "ঘূর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্প"-এর আওতায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। ৬ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। পরে রাস্তাটি পুর্ণসংস্কার কাজ শুরু হয়। কিছুদিন এ সংস্কার কাজ চলার পর কি অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। তবে ৩ বছর পেড়িয়ে গেলেও কাজের গতি এতটাই ধীর যে, এখনও প্রকল্পটি অসম্পূর্ণ রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয় ফরহাদ হোসেন জানান, সামনে বর্ষার সময় এই সকল খানাখন্দে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। কোনো রোগী চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি ।
রিকশাচালকরা সতেন্দ্র নাথ বর্মন জানান, গাড়ি নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় যানবাহন বিকল হয়ে যায়, তখন যাত্রীদের নামিয়ে নিতে হয়।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, কাজটি দ্রুত শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলম জানান, আহ্বানকৃত টেন্ডারটি বাতিলকরণ কার্যক্রম চলমান রয়েছে। পুনরায় মূল্যায়নসহ ট্রেন্ডার আহ্বান করা হবে।