ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণ করতে না পেরে পূর্ণিমাকে শ্বাসরোধ করে হত্যা 

ধর্ষণ করতে না পেরে পূর্ণিমাকে শ্বাসরোধ করে হত্যা 

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনাটি ধামাচাপা দিতে ১০ বছরের শিশুকন্যাকে গলা ও হাতের কবজি কেটে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে এই স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার দুই যুবক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক শিশু পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সূত্র ধরে ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯)কে এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতার দিবস রেংগেট শমশেরনগর চা বাগানের নারায়ন টিলার লাছানা রেংগেট এর ছেলে এবং উজ্জ্বল বাউরি একই এলাকার সুনিল বাউরীর ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ঘটনার রহস্য উদঘাটনে লাশের সুরতহাল এবং তদন্তের আলামত অনুযায়ী ঘটনার ১৭ দিন পর শমশেরনগর চা বাগানের দিবস রেংগট ও উজ্জল বাউরিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শমশেরনগর চা বাগানের শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্ণিমা রেলী গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন ৬ ফেব্রুয়ারী সকালে চা বাগান লেকের ধারে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

হত্যা,শ্বাসরোধ,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত