ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১

সিরাজগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২১
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উল্টাডাব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গ্রামের সর্দার গোষ্ঠীর সবুজ গং ও বড়বাড়িয়া গোষ্ঠীর কালাম গংদের মধ্যে জমি সংক্রান্ত ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও এ নিয়ে কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং এ নিয়ে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। এরই জের ধরে সোমবার সকালে উভয় গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। প্রায় দেড় ঘন্টা ধরে চলছিল এ সংঘর্ষ।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত