ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নড়াইলের লোহাগড়ায় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসী আটক

নড়াইলের লোহাগড়ায় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসী আটক

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আটক বাবুল শেখ ও বিপুল শেখ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত ২টা ১৫ মিনিটে লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে কিছু ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ অভিযানে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—দেলোয়ার শেখের ছেলে বাবুল শেখ (৪২), যিনি ‘ধলা বাবুল’ নামে পরিচিত, ও তার ভাই বিপুল শেখ (৩৫)। তাদের বাড়ি লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে।

বাবুল শেখের দেহ তল্লাশি করে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, বাবুল শেখের বিরুদ্ধে ১৪টি মাদক মামাসহ মোট ১৭টি মামলা রয়েছে, আর বিপুল শেখের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আটক,সন্ত্রাসী,অস্ত্রসহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত