ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন– হারুন অর রশিদ

স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন– হারুন অর রশিদ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন, "ফ্যাসিবাদী সরকার দেশকে লুটেপুটে খেয়েছে। জনগণ তাদের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এখন অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হবে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা, অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।"

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে শহরের পৌর শহীদ মিনার চত্বরে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, "জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আগামী বিএনপি সরকার বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করবে।"

তিনি আরও বলেন, "দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, খুন-ছিনতাই বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।"

গণজমায়েতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুননবী টিটুলের সঞ্চালনায় গণ জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব ডা. আ.খ.ম. আসাদুজ্জামান সাজুসহ যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে জেলার সাত উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

জাতীয় নির্বাচন,স্থানীয় সরকার,হারুন অর রশিদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত