ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে যুবককে কুপিয়ে মারাত্মক জখম

গোয়ালন্দে যুবককে কুপিয়ে মারাত্মক জখম
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত মাসুদ পৌরসভা ৯নং ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাসুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার শাশুড়ি কুলসুম বেগম জানান, আমার জানা নেই মাসুদের কারও সঙ্গে কী শত্রুতা ছিল। তবে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাই বলে জীবন নিতে হবে? ডাক্তার এখনো তার রক্ত বন্ধ করতে পারেননি, অবস্থা খুবই খারাপ।

তিনি আরও দাবি করেন, একই এলাকার ছাত্তারের ছেলে নাজমুলসহ কয়েকজন যুবক মাসুদকে কুপিয়েছে।

স্থানীয়রা মনে করছেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

কুপিয়ে জখম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত