নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ
নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, আযান, হামদ-নাত ও গজল। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আঃ হালিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাজী আব্দুল আলিম। এতে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান, দৈনিক ঢাকার ডাক সম্পাদক ও প্রকাশক ও যমুনা গ্রুপের পরিচালক এবিএম শামছুল হাসান হিরু।
এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) ফারুক আল মামুন ভূঁইয়া, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, নোয়াগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম কালু, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক মোনায়েম খন্দকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনন্দ টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মো. ইমরান হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দ্বিতীয় দিন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাদ্রাসা মাঠ চত্বরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি সোলায়মান হাবিবী (জামালপুর), প্রধান আলোচক হিসেবে থাকবেন শায়খ মাওলানা মুফতি কাউসার আহমাদ নূরী (ঢাকা) এবং বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি কামরুল ইসলাম আনসারী (লোহাগড়া, নড়াইল)।