ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রা‌বিপ্রবি‌তে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রা‌বিপ্রবি‌তে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রাঙামা‌টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় রাঙামা‌টি পর্যটন মোটেলের অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামা‌টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতি ও পরিবেশকে জানাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা।

তিনি বলেন, "এই বিভাগ শুধু শিক্ষার জায়গা নয়, বরং গবেষণা ও বাস্তবজ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের পরিবেশ ও বনসম্পদ রক্ষার সুযোগ তৈরি করে।"

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থী,নবীনবরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত