ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে জমি বিরোধের জেরে হামলা, আহত ৮

নোয়াখালীতে জমি বিরোধের জেরে হামলা, আহত ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারী ও শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবুল কাশেম মিয়ার নতুন বাড়িতে। অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হাবিব উল্লাহ ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হাবিব উল্লাহ, তার ছেলে সিরাজ, জাহাঙ্গীর, মিলন, আবদুল, তার মেয়ের জামাই নুর নবী, নুর নবীর ছেলে মোহাম্মদ আলী ও শান্তাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আলাউদ্দিন, আবির হোসেন, আবদুর রহমান, মোহাম্মদ হাসেম, শাহিনুর আক্তার, নাজিম উদ্দিন, মোহাম্মদ বাবু ও ইলিয়াস হোসেন আহত হন।

এর আগে, জমি বিরোধ নিয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হয়েছিল। তবে সমাধান না হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার পর আহতদের পরিবার নোয়াখালী সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি দেওয়ান লিটন বলেন, "লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

জমি,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত