ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আল্লাহ ও ভগবানের নামে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন: আমান

আল্লাহ ও ভগবানের নামে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন: আমান

খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসছে। সামনে সংসদ নির্বাচন। এই নির্বাচনে মুসলিমরা আল্লাহ আর হিন্দুরা ভগবানের নামে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। তখন বেগম খালেদা জিয়া- তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা হবে। যেখানে থাকবেনা কোন সন্ত্রাস, হানাহানি, খুনোখুনি। তারেক রহমানের স্লোগান ছিল ‘একটি উদ্যোগ একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’। তার এই স্লোগানকে সামনে রেখে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ স্বনির্ভর হয়। মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জিয়া পরিবারের নির্দেশনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব থাকলেও দলের বিরুদ্ধে কেউ কাজ করবেন না। দলের বিরুদ্ধে কাজ করলে ছিটকে পড়বেন। তারেক রহমান চাই ঐক্য। তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন- বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। হাসিনার নির্দেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্লো- পয়জনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তাঁর সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা। এখন সেই হাসিনা সহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে। খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নিবেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়। আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন, আহ্বায়ক কমিটির সদস্য ও মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ফয়েজ উদ্দীন ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম।

বিএনপি,ভোট,বিজয়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত