জামালপুরের সরিষাবাড়ীতে শুকুর আলী নামে এক ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা বাজার থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশ শহরের অনুপুটি গ্রামের ওহাব আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাটারা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন শুকুর আলী। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে তিনি বাংলার পরিবর্তে হিন্দি ভাষায় কথা বলতে থাকেন। এতে সন্দেহ আরও বেড়ে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৫ দিন আগে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কক্সবাজার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর ট্রেনে ঢাকা হয়ে সরিষাবাড়ীতে আসেন।
এ ঘটনায় বুধবার সকালে সরিষাবাড়ী থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করেন এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘ভাটারা বাজার থেকে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’