কিশোরগঞ্জে করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জেরে কৃষক মনিরকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ নুরুল আমিন বিপ্লব তার আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মুখলেছ, কামরুল, ও রানা। মজিবুর রহমানের ছেলে শামীম মিয়া, আরিফ ও আমিনুল। মৃত রজব আলীর ছেলে মজিবুর রহমান ও হাবিবুর রহমান। মৃত রহমানের ছেলে ফাইজুল, ফাইজুলের ছেলে মনির। ছয়ব আলীর ছেলে হাদিস, মৃত হাবিলের ছেলে শাহীন এবং পিতা অজ্ঞাত রাশিদ। দণ্ডপ্রাপ্ত আসামীরা সকলেই একে অপরের আত্মীয়-স্বজন।
মামলার বিবরণে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের কৃষক মনির মিয়ার সাথে দণ্ডপ্রাপ্তদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২০২০ সনের ১০ এপ্রিল বিকেলে জমির সীমানা নির্ধারণের সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মনিরকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দণ্ডপ্রাপ্তরা। পরে, স্বজনেরা গুরুতর আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১২ এপ্রিল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মনির।
এ ঘটনায় ঐদিন রাতেই নিহত মনিরের ছোট ভাই আইন উদ্দিন করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের পর ২০২০ সনের ৩০ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন করিমগঞ্জ থানার ইন্সপেক্টর নাহিদ হাসান সুমন।
দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন, আলী আজগর আকন্দ শওকত এবং রাষ্ট্রপক্ষে ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. জালাল উদ্দিন।