“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা শাখার সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ফখরুদ্দীন। জেলা সমাবেশে জেলা প্রশাসক শেরপুর তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, ১৯৪৮ সালে আনসার বাহিনী গঠিত হয় এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। বর্তমানে শেরপুর জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা ৪,৩৪৪ জন। এই বাহিনী আর্থসামাজিক উন্নয়নে, গ্রাম প্রতিরক্ষায় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুলিশের বিকল্প হিসেবে এ বাহিনী কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের প্রতিনিধি এএসপি মিজানুর রহমান ভূঞা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল ছয়টি, সেলাই মেশিন পাঁচটি সহ মোট ৯০টি বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।