ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে পঞ্চম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের নাম সোহান মিয়া (১২)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া এলাকার এ ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।

রতন মিয়ার পুত্র নিহত সোহান বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ হত্যাকান্ডের ব্যপারে জড়িত থাকার অভিযোগে একই এলাকার দুলাল মিয়াকে (৫০) আটক করেছে রায়পুরা থানা পুলিশ। দুলাল একই এলাকার মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে।

নিহত কিশোরের স্বজন ও স্থানীয় সূত্র বলছে, পাশের গ্রামের নানাবাড়ি থেকে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ফিরছিল সোহান। এসময় বাড়ির কাছের সড়কে এলে দুলাল মিয়া তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল ঘটনাস্থলে গিয়ে নিহত ওই কিশোরের লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেন। নিহতের লাশ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নরসিংদী,কুপিয়ে হত্যা,ছাত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত