মানিকগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের ওয়্যারলেস গেট এলাকা থেকে দারুল আজহার মডেল মাদরাসার উদ্যোগে র্যালিটি শুরু হয়।
র্যালিতে মাদরাসার বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। এসময় তারা 'আহলান সাহলান, মাহে রমজান' 'দিনের বেলা হোটেল রেস্তোরাঁ, বন্ধ কর করতে হবে' 'অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ কর করতে হবে' স্লোগান দেন। তাদের হাতে রমজান মাসে সিনেমা হল বন্ধ, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। র্যালিটি বাসস্ট্যান্ড এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওয়ারলেস গেট এলাকায় মাদরাসার সামনে গিয়ে শেষ হয়।
রমজানকে স্বাগত জানানোর র্যালি শেষে আয়োজকরা ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও সিয়াম-সাধনায় নিজেদেরকে ইমানদার হিসেবে তৈরির আহ্বান জানান।