রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক বিশ্বজিৎ শীলকে (২৬) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ।
ওসি (তদন্ত) শাহেদ পারভেজ জানান, বুধবার সন্ধ্যায় জেলা শহরের আসামবস্তি বাজার থেকে বিশ্বজিৎ শীলকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিশ্বজিৎ শীল রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) শিক্ষার্থী। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে প্রকাশ চাকমাও কারাগারে রয়েছেন।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাবিপ্রবি শাখা ছাত্রলীগের আরেক সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।