ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চালুর ৪ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

চালুর ৪ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

চালু হওয়ার মাত্র চার দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ হয়ে গেল দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন।

এর আগে, দীর্ঘ ১৩ মাসেরও বেশি সময় গ্যাস সংকটে বন্ধ থাকার পর, গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে পুনরায় উৎপাদনে ফেরে যমুনা সার কারখানা। কিন্তু মাত্র চার দিন পরই নতুন করে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও থেমে যায় উৎপাদনের চাকা।

এ প্রসঙ্গে কারখানার এমডি আ.স.ম মোসলে উদ্দিন বলেন, "অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করা হয়েছে। দ্রুত ভাল্ব মেরামত করে আবার উৎপাদনে ফেরার চেষ্টা চলছে।"

প্রসঙ্গত, দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যমুনা সার কারখানা দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফেরায় কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছিল। তবে ফের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের মাঝে।

যমুনা সার কারখানা,উৎপাদন,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত