ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

‘ছোট ছোট বাচ্চাদের হত্যাকারীদের বিচার হতেই হবে’

‘ছোট ছোট বাচ্চাদের হত্যাকারীদের বিচার হতেই হবে’

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক বলেছেন, যদি পৃথিবীতে ৯৯% লোক ১% সম্পদের মালিক থাকে, ১% লোক যদি ৯৯% সম্পদের মালিক থাকে, তাহলেতো মানবাধিকার লঙ্ঘন হবেই। পৃথিবীতে সম্পদের সুষম বণ্টন হচ্ছে না। এটা মানবাধিকার লঙ্ঘন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুহুরী রেস্টুরেন্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এডুকেশন ফেনী জেলা কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকার রক্ষা করতে হলে গণতন্ত্রের প্রয়োজন। অগণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকারের কাজ করা যায় না। ১৭ বছর আন্দোলন সংগ্রাম ও রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিপ্লব পরবর্তীতে মানবাধিকার নিয়ে কাজ করার সময় এসেছে।

গাজী হাবিবুল্লাহ মানিক বলেন, বিগত ১৭ বছর গুম খুনের মাধ্যমে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেয়ার কারণে এক বোন গণধর্ষণের শিকার হতে হয়েছে সুবর্ণচরে। জেল থেকে জামিন নিয়ে গেইটে আসামাত্রই আবার গ্রেফতার হয়েছি। বিগত ১৭ বছর যারা মানবাধিকার লঙ্ঘন করছে, ৪ আগস্ট মহিপালে ছোট ছোট বাচ্চাদের যারা গুলি করে হত্যা করে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার হতেই হবে।

তিনি আরও বলেন, বিপ্লব পরবর্তীতে স্বাধীনভাবে সাংবাদিকতারও সময় এসেছে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ না করতে না পারলে, মানবাধিকারের খবর মিডিয়াতে না আসলে জনগণ কিভাবে জানবে, সরকার কিভাবে জানবে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, সুশীল সমাজ ঐক্যবদ্ধ থাকলে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতো পারবো। ইনশাআল্লাহ।

ফেনীতে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই উচ্চস্বরে কথা বলবেন, আমরা আপনাদের পাশে থাকবো, যোগ করেন তিনি।

বিচার,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত