ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে’

‘সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন হতে হবে জাতীয় নির্বাচনের আগে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। ফলে স্থানীয় অবকাঠামো নির্মাণ, অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসে, কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে মনে করেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। তাই তারা আগে জাতীয় নির্বাচন চায়। কিন্তু আমরা চাই, এই সরকারের মাধ্যমে আগে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হোক।

জামায়াত নেতা বলেন, প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে, তারপর অপরাধীদের বিচার করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আমাদের প্রিয় পাঁচজন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল। এতে আল্লাহর আরশ কেঁপে উঠলেও, খুনি হাসিনার হৃদয় একটুও কাঁপেনি। জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডও ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিগত ১৭ বছর ধরে দেশব্যাপী হামলা-মামলা, গুম-খুন, ক্রসফায়ারসহ স্বৈরাচারী হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাডার বাহিনীর নির্যাতনে মানুষের কষ্টের শেষ ছিল না। এখনও যারা ওই ফ্যাসিবাদের পথ অনুসরণ করতে চাইবে। তাদেরকেও পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও দলের পরিণতি স্মরণ রাখতে হবে।

জামায়াত সেক্রেটারি বলেন, শেখ হাসিনা বিনাভোটে ক্ষমতায় থাকার জন্য, দেশ থেকে ইসলামের নাম মুছে দেওয়ার জন্য আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়েছিল। সারা দেশে সব অফিস বন্ধ করে দিয়েছিল। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে গুম-খুন ও কারাগারে আটক করেছিল। সবশেষে আমাদের দলটিও নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ৪/৫ দিনের মাঝে মহান রব গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীসহ দেশবাসীকে কতবড় নেয়ামত দান করেছেন। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে গণভবন থেকে বের করে তার সরকারের লুটপাটকারী এমপি-মন্ত্রী ও দলীয় নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মাধ্যমে এটাই প্রমাণ করে ফ্যাসিদের পথে গিয়ে কেউ টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে কোরআনের সুশাসন পৌঁছে দিতে চাই। এ কল্যাণ রাষ্ট্র কায়েমে আমরা কোনো বাধা মানাব না। বাংলাদেশে বিরুদ্ধে দুটি ষড়যন্ত্র হয়েছিল। একটি রাষ্ট্রের বিরুদ্ধে। আর অপরটি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে যে ভাষায় কথা বলেছিল, এখনও কেউ কেউ হাসিনার মতো কথা বলার চেষ্টা করছে। যারা জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করে ফায়দা লুটতে চাইছে-তাদের উদ্দেশ্যে বলব, ধর্ম ব্যবসায়ীরা আমরা না, বরং আমরা ধর্ম পালন করি। শুধু নিজেরা নই, সারা বছর নামাজ, রোজাসহ ধর্মের ভিত্তিতে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জীবন গড়তে কাজ চালিয়ে যাচ্ছি।

অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম এখনও কারাগারে রয়েছেন। যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে সেই ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। সেই সরকারের কোন মামলা এখন থাকতে পারে না। আর আমরা রমজান শুরুর আগেই এটিএম আজাহারুল ইসলামের মুক্তি চাই।

রাজবাড়ী জেলা জামায়াতের আমির এ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংস্কার,জাতীয় নির্বাচন,জামায়াত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত