পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে অসহায়, দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য সারা মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর আদর্শ মহিলা কলেজ মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় ৮০টি পরিবারের প্রতি পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি খেজুর, ১ কেজি বেসনসহ ১২ ধরনের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস, উপদেষ্টা নাসিম সফি, সুজিত কুমার নন্দী, সহ-সভাপতি মোঃ সাইফুল্লাহ, কমলকান্তি সরকার, সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদস্য ইউনুস আলী মুন্সি, সৌমিত্র শীল চন্দন, শেখ রাজীব মোখলেছুর রহমান, রবিউল রবি প্রমূখ।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সদস্য, শেখ রাজীব বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন রমজানে খাবারের কষ্ট না করে, সে জন্যই আমাদের এই উদ্যোগ। যে খাবার দেওয়া হয়েছে, তাতে পাঁচজনের একটি পরিবার পুরো রমজান মাস নির্বিঘ্নে কাটাতে পারবে।
টিম রাজবাড়ী ফাউন্ডেশন নাসিম সফি বলেন, নিজ এলাকার অসচ্ছল রোজাদারদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন। সদস্যদের প্রচেষ্টায় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করা প্রায় ১০০টি পরিবারকে রমজানের পুরো মাসের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস জানান, বিগত দুই বছর ধরে টিম রাজবাড়ী ফাউন্ডেশন এই খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এই কাজে সহযোগিতা করছেন রাজবাড়ীর কৃতী সন্তান ডাঃ মোমিনুজ্জামান, ডাঃ ইকবাল হোসেন, নাসিম সফির মতো সমাজসেবকরা। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করা হবে বলেও জানান তিনি।
সহায়তা প্রাপ্তরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রোজাদারদের জন্য সহায়কই হবে না, বরং একে অপরের মাঝে সহমর্মিতার বন্ধনও তৈরি করবে।