ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

রাজবাড়ীতে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

রাজবাড়ীর সদর উপজেলার দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তার মাসুদ মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে অভিযান চালিয়ে জেলার শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ সদর থানায় দায়ের করা ৭ জানুয়ারির একটি অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাসুদ রানাকে গ্রেপ্তারের ফলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

আসামি,শীর্ষ সন্ত্রাসী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত