‘ঘুরে দাঁড়াবে ফেনী’র তত্ত্বাবধানে দুটি নতুন ঘর পেলো বন্যায় ক্ষতিগ্রস্ত ২ পরিবার।
বৃহস্পতিবার বিকালে গীতা রানী ও ফরিদা বেগমকে ঘর দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঘুরে দাঁড়াবে সংগঠনের সমন্বয়কবৃন্দ।
এ প্রকল্পের আওতায় এর আগে ১৬ টি ঘর বৃহস্পতিবার ২ টি সহ মোট ১৮ টি ঘর হস্তান্তর করা হয়েছে। ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লা বাড়ীয়ার ফরিদা বেগম ও গীতা রানীকে নতুন ঘর তৈরি করে বুঝিয়ে দেয়া হয়। এ সংগঠন তার নিজস্ব অর্থায়নে এ ঘর তৈরি করা হয়েছে। এছাড়াও ঘর নির্মাণে রোটারি ইন্টারন্যাশনাল সহযোগিতা করে।
সম্প্রতি ফেনীর ভয়াবহ বন্যায় ফরিদা বেগম ও গীতা রানীর ঘর গুলো সম্পূর্ণ তলিয়ে গেলে, ফেনীর সেচ্ছাসেবী সংগঠন ঘুরে দাঁড়াবে এর উদ্যোগে অসহায় ফরিদা বেগম ও গীতা রানী কে ঘর তৈরি করার উদ্যোগ নেয়।
ঘরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঘুরে দাঁড়াবে ফেনীর সমন্বয়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সাংবাদিক আসাদুজ্জামান দারা, লায়ন সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, সেচ্ছাসেবী সংগঠক রোটার্যাক্ট শরিফুল ইসলাম অপু, কামরুল হাসান রানা, ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন রবিন, সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন, শাহ জালাল ভূইয়া, এম এমরান পাটোয়ারী, ইয়াসিন আরাফাত রুবেল, দুলাল তালুকদার, ইলিয়াছ সুমন, শেখ আশিকুন্নবী সজিব, রাজীব মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, এ ঘরটি সহ ঘুরে দাঁড়াবে ফেনী'র তত্ত্বাবধানে সর্বমোট ১৮টি প্রকল্প সম্পন্ন হয়েছে।