ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"-এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

উপজেলা সমাজসেবা অফিসার মো. মশিউর রহমান মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. সুপ্ত করিম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরফানুল আলম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, জাতীয় নাগরিক কমিটির সদস্য রায়হানুল ইসলাম রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট সমন্বয়ক আল মিজান মাহিন ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কর্মসূচির সুপারভাইজার প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) প্রমুখ।

ভোটার দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত