ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিবসটি পালনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রায়হান কবির, মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান বাশার, উপজেলা নির্বাচন অফিসের শ্যামল কুমার প্রমুখ।

সভায় ভোটার তালিকা হালনাগাদে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও পূরণ করা এবং ভোটের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সকলকে সচেতন করার আহ্বান জানানো হয়।

ভোটার দিবস,র‍্যালি,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত